সংসার সঙ্গীতে ইশারা ইঙ্গিতে
বাজে কত সুর তাল, সংসার সঙ্গীতে ।।
প্রকৃতির নাচ দেখিয়া প্রজাপতি গায়
ছন্দে ছন্দে কী আনন্দে মান করে আদায়
দশকুশি আর আড়াঠেকায়, খেমটাতে খেয়াল ।।
কাশ্মীরা কাওয়ালী ঝাপ, সুরফাক তেহাই
মধ্যমানে প্রাণের টানে, ভাসে রাগ মনোহর সাঁই
মাত্রা পুরায় শঙ্খ সানাই, বারণ রেখে ঠুংরী ধামাল ।।
চিত্র রেখা মুড়া বেঁকা, তেতালায় বেতালা
পুলু যৎ কাহারবা তে, মিলিবে চৌতালা
বাগেশ্রী ব্রহ্মরন্ধ্র রাগ, পূরবী ভৈরবী কাল ।।
নিষাদ নিঃরাগে দাদরা তোমার ও আমার
দীপকেরই পাছে বাঁধা, আছে মেঘ মল্লার
জংলা সুরে জনম ভরে, গেয়ে গেলো দীন জালাল ।।