জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬১৩

কীসে গাইবো গুণের গান
আজ যেখানে সোনার পুরী, কাল দেখি তায় মহাশ্মশান ।।
পাহাড় ভেঙ্গে নদী করে, চর ফেলে দেও দুদিন পরে
সোনার পুরী বাড়ি ঘরে করতেছো নির্মাণ
ভাঙ্গা গড়া খেলা তোমার একই হাতের দান
কেউ হারালো চৌদ্দ আনা, দেড়া দুনা, সব নয় সমান ।।
রাজারে ভিখারী করে, ঘুরাইয়া নেও দ্বারে দ্বারে
কাঙ্গালকে সেই রাজ্য দিয়ে বাড়াও তার সম্মান
হাসিকান্নার খেলা নিয়াই রইলে পেরেশান
জেতা মানুষ জানলোনা কেউ, কোথায় কাহার গোরস্থান ।।
হাত করে সব বাজিগিরি, করছো কতই ছলচাতুরী
মিলাইয়া দুই স্বামী স্ত্রী, করাও একটু পানি দান
তার মধ্যে তুই নিজে গিয়া, হও যে মূর্তিমান
বুঝতে গেলে বিশ্বাস হয়না, দুনিয়াই চলছে এক সমান ।।
জালালে কয় ভাবের দেশে, যদি যাইতে পারো শেষে
গুরুর কাছে একবার এসে, করো মন্ত্র সুধা পান
আঁধার কেটে আসবে আলো, আকাশেতে ভাসবে চান
দিন থাকিতে ঠিক করে লও, ভিতরে তোর মহাপ্রাণ ।।