জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩

নাফছে খোদা নাফছে শয়তান, করি নাফছের তাবেদারী
মায়া বেড়ি পায় পড়েছি, নারীর পাকে ঘুরে ফিরি ।।
শয়তানের সঙ্গ লয়ে পৃথিবীতে জন্ম হয়ে
খেলিতেছি তারেই লয়ে, কখন জিতি কখন হারি ।।
এক শয়তান দুনিয়ার গোড়া, আর একটায় মারছে উড়া
আর একটা খুবই বুড়া, বান্ধে কেবল ঘরবাড়ি ।।
জালালে কয় মূলের ঘরে, তিন শয়তানে নড়ে চড়ে
চুপ করে রই বে খবরে, হইয়ে যাক না মারামারি ।।