স্নান করতে চাও, ডুব দিয়ে যাও, শরীর যেন ভিজে না
রাজহংসের ভাব ধরে নেও, তা নাহলে পারবে না ।।
জলতরঙ্গ খেললে পরে, রতিভঙ্গ হইতে পারে
খাড়া থাকলে নদীর পাড়ে, বান বাতাসে পাবেনা ।।
লোনা পানি ঐ যে নদীর, পান করে সব পীর ফকীর
মনটা আগে করে লও স্থির, নইলে কিছুই হবেনা ।।
নয়নে রুপ নেহার করে, মন রেখে নেও ঘুমের ঘরে
প্রেমবস্তু যার হাতে পড়ে, আত্মসুখ আর চাইবে না ।।
জলের নীচে কাল সাপিনী, দংশে কত ধনী মানী
জগত লইয়াই টানাটানি, বাঁচিতে আর কেউ পারেনা ।।
লক্ষ কোটি মহামানব, সবেই যে আজ হলো নীরব
আজি নাহয় কাল যাবে সব, কেহই থাকতে পারবে না ।।
দেহ কয়দিন রক্ষার তরে, তন্ত্রমন্ত্র যোগ সাধন করে
নাম রেখে যায় এ সংসারে, জালাল কিছুই পারলো না ।।