ছিলো না আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি
বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, ধর্মবাক্য কোরাণখানি ।।
নির্বিকল্প নিরাকার, অখণ্ড সে মণ্ডল আকার
চঞ্চল প্রভু একা তাহার, ছিলোনা কেউ সঙ্গিনী ।।
হু শব্দে ভাসিয়া পরে, স্বরুপেই ধ্যান করে
হা-হে শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রব্বানী ।।
নীচেতে নূরের জ্যোতি, উপরে উঠে মাতৃশক্তি
তাপে ডিম্ব ফুটাইয়া, অলঙ্কারে সাজেন তিনি ।।
হুয়েতে আপনি আহাদ, হে শব্দে নূর মোহাম্মদ
হায়েতে আদম বুনিয়াদ, জালালের বাণী ।।