জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫২

আল্লা খুবই বুড়া আদমি, ওদের মুখে শুনা যায়
জইফ হয়ে সে বেচে আছে, কুরছিত বইস্যা দিন কাটায় ।।
ফেরেসতারা খেদমত করে, গোলাপগন্ধী তামাক ভরে
রাইতে দিনে কল্কি মারে, ফলফলাদি খুবই খায় ।।
ধোয়ায় লাল হয় পাকা দাড়ি, আলখেল্লা আর ইজার পরি
পাগড়ি মাথে তসবি ধারি, এবাদতে দিন কাটায় ।।
শুনি এসব সকল সময়, মনে কিন্তু না হয় প্রত্যয়
জালালের হয় ভাব বিপর্যয়, দিবানিশি এই চিন্তায় ।।