ঘুইস্যা ঘুইস্যা প্রেমের আগুন পোড়াইলো মোর হিয়ারে
নাগর কালিয়া, কার আর দেখাবো হৃদয় চিরিয়া ।।
বন্ধুরে, তোর সনে মোর হয়েছিলো নূতন বয়সে বিয়া
বুকের বসন করে রাখছি, বুকেতে মিশাইয়া রে ।।
বন্ধুরে ডিম্ব হইলে পাখির পেটে বাসার লাগিয়া
খড়কুটা কুড়াইয়া আনে, ঢুরিয়া ঢুরিয়া রে ।।
বন্ধুরে, দিবানিশি খুজি তোরে আকাশপানে চাইয়া
সাজের আড়ে আছো নাকি দুনিয়াই ছাড়িয়া রে ।।
বন্ধুরে, যৌবনের যন্ত্রণা কত রাখিবো চাপিয়া
জালালে কয় মরতে হবে, ঐ না ব্যাথা লইয়া রে ।।