সত্যই যদি দয়াল তুমি হয়ে থাকো দয়াবান
তবে তোমার স্বর্গপুরে পাপী কেন পায়না স্থান ?
মাটির দেহে আত্মা দিয়া, খোদা তুমি রও একা
সেই দিনেতে ঠিক করেছো, যাহার যেমন ভাগ্যলেখা
তোমার ইচ্ছা বিনে কোনো কাজ হয়না এই ভবমাঝ
পরম তুমি রাজাধিরাজ, সকলেরেই দেখো সমান ।।
যৌবন ভরা আমার এই যে সুন্দর নিখুত দেহখানি
সে যে আগে ছিলো একদিন, মাত্র একটি বিন্দু পানি
তাতেই শক্তি মিশাইয়া, অগণিত জীব সাজাইয়া
ভিতরে চৈতন্য দিয়া, ফুটাইয়াছো বুদ্ধি জ্ঞান ।।
পাপীদের দয়া করা, তাই তো দয়ার পরিচয়
পুণ্যফলে কৃপালাভ, ঠিক দয়া তোর সেটা নয়
ধনবানকে ধন না দিয়া, দীন দুঃখিরে বিলাইয়া
দিলে যাইতো গোল মিটিয়া হইতা মহা মহীয়ান ।।