জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৬৬

বধু আমার প্রাণ পুতুল
তোমারই বিরহে সদায় জ্বলিছে পরাণ
হয়তো মোরে দেখা দেও, নইলে নিয়া দেও কোরবান ।।
এ সংসারের যত আশা, যত রকম মমতা
সবই আমার বিষ লাগিছে, মিষ্টি লাগে তোর কথা
ভালবাসায় তব আশায়, ছেড়ে দিলাম কূলমান ।।
প্রেমফাঁসি দিয়া মোরে, মন করেছো উতলা
কার কাছে বলিবো দুঃখ, কে বুঝিবে সেই জ্বালা
গলেতে লাগাইয়া ডুরি, কোথায় থাইক্যা মারো টান ।।
তুমি ধনী আমি কাঙাল, ওগো আমার মহাজন
চরণতরী দেও আমারে, করি তোমায় নিবেদন
হৃদয়পুরে গুনগুন সুরে, গাইতে আছি তোমার গান ।।