জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৩

রুপ থাকলে কি পলায়ে থাকে !
এ জীবনে কতজনে কত ভাবেই তারে ডাকে ।।
এ জগতে রুপ যার আছে, ভয় কি তাহার আসতে কাছে
এই চোরাটা পালিয়ে বাচে, শ্রীহীন কালা অঙ্গ ঢেকে ।।
কালো প্যাচা কুশ্রী বলে, লুকায়ে রয় ঘোর জঙ্গলে
রুপের গোমর যাবে খুলে, যদি হঠাৎ লোকে দেখে ।।
কত যুগ যুগান্তরে, ফকীর সাধু আর পয়গম্বরে
গেছে কতই সাধন করে, বলে কেউ কি দেখছে তা কে ?
কত রাজায় রাজ্য ছাড়ি, হইয়া পথের ভিখারি
অ পাওয়া রুপ তালাশ করি, শেষে হারায় আপনাকে ।।
আছে কেবল বাহাদূরি, জগৎ জোড়া নামটি জারি
হইতো যদি রুপের নূরী, এমন রুপ কি গোপন থাকে ?
বৌ থাকে চুলার পারে, খসম তারে শাসন করে
যাইতে দেয়না ঘরের বাইরে, কিন্তু লোকে তারেও দেখে ।।
যার হাতের খাইনি সেই রাধুনী, গান শুনিনি গায়ক তিনি
যার রুপ দেখিনি সেই মোহিনী, ভুল ভেঙে যায় দেখলে ওকে
ছিলো খোদা এখন আর নাই, আগুন লেগে পোড়ে ছাই
জালালে কয় কেদে বেড়াই, থাকলে কি দেখে না চোখে ।।