জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১২৩

ভাবের তরঙ্গে আসো আমার সঙ্গে
যদি কারো ভালো লাগে ।।
ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ
পুত্র কন্যার মাঝে থাকো, হইয়া নিরুদ্দেশ
ছাড়িয়ে সন্ন্যাসীর বেশ, মাতাল বৈতাল সাজো আগে ।।
গুরুধ্যান দরশনে, পাপে হইবে মতি
গুরুমন্ত্র হৃদে রাখলে, নরকুণ্ডে গতি
বধ করো আগে সতীর পতি, খড়গ হস্তে পূর্ণ রাগে ।।
রাজা বাদশা তৃণ সমান, করতে অনুমান
হয়না যে তোর মাথা হেট, বীর হনুমান
তোমায় আমার একটি পরাণ, ভিন্ন শুধু হই বিভাগে ।।
মদ খাইয়া মাতাল হইয়া পড়ে দেও ঘুম
অমাবস্যায় দেখ পূর্ণিমা, চলুক নেশার ধুম
বাগিচায় তোর ফুটবে কুসুম, নব শাখার অগ্রভাগে ।।
যে বোঝেনা ভাবের মরম, তার কপালে ছালি
ঠাই চিনিয়া না মাখিলে কাজল হয় যে কালি
জালাল কয় মোর গুদাম খালি, ভাঙা ঘরে শিয়াল ডাকে ।।