জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৬০

স্বভাবেতে ভাব ধরিয়া মানুষ হইয়া, আছো তুমি ভবপুরে
কোটিরুপে তোমায় দেখি, আরো বাকী আছে কত গ্রহান্তরে
সামনে পাইলাম যা দেখিলাম, বেশীই রইলো অগোচরে ।।
শব্দ গন্ধ স্পর্শ লইয়া আটক হইয়া, রইলে তুমি বিশ্বভরে
যায়না চিনা অহম জ্ঞানে, অনুমানে সারাজীবন ডাকছি তোরে ।।
অখণ্ডেতে খণ্ড হইয়া, আছো বইয়া, তুমি আমার হৃদয়পুরে
খণ্ড যেদিন পণ্ড হবে, কোথায় রবে কেমনে যাবে আমায় ছেড়ে ।।
জালাল তোরে সকল দিয়া ব্যাকুল হইয়া, রইলো চাইয়া আশার ঘরে
দেখা দিয়া পূর্ণ করো, স্বরূপ ধরো, জীবন থাকতে সামনে পড়ে ।।