রাক্ষসিনীর দেশে আইলাম, হায় কী করলাম
পলাইয়া যাই কোন সন্ধানে ।।
মানুষ গরু সবেই খাইয়া শেষ করিয়া
দিতেছে সব রাত্রদিনে
বাসা বানায় ঘরের কোণে, কেউ না জানে
রাখতে আছে খুব যতনে ।।
দিনে তাহার মুখ দেখিয়া, শান্ত হইয়া
চলে যাই যার কাজ যেখানে
রাতের বেলায় শুইলে পরে, বোঝায় ধরে
চুপ করে রই, টেনে আনে ।।
নিজকে তখন বলি দিয়া, তৃপ্ত হইয়া
কইনা কিছু কেউ কার সনে
এই ভাবেতে চললো সংসার হতভাগার
শান্তি হইলোনা এই জীবনে ।।
জালাল বলে আল্লায় করে, সৃষ্টি ধরে
ভোগ বাসনা ভাসায় মনে
প্রেমের এই বাহানা দিয়া, কামকে নিয়া
ধরে রাখে সবের সামনে ।।