জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩৩

এই ছুরত তোমারই খোদা, হেথা কিছু নাহি আমার
দোজখের ভয় কারে দেখাও, একা আমি যাবোনা আর ।।
তুমি আদি তুমি অন্ত, শুরু হইতে আজ পর্যন্ত
খেলছি খেলা অবিশ্রান্ত, দিনে রাইতে অনিবার
নিজেই তুমি আদম হইয়া, হাওয়াতে প্রণয় করিয়া
সহবাসের পানি দিয়া, ভরেছো এই ভবের বাজার ।।
দেখলাম এই পৃথিবী ঘুরে, দুই ছুরত এক হইতে নারে
নিত্যই নূতন রুপ ধরে, আসা যাওয়া চমৎকার
এত রুপ যে ধারণ করে, খোদা হয়না সে কোন বিচারে
আমার কি এই শক্তি ছিলো, কোটি রঙ্গে সাজিবার ?
তোমার কায়া তোমার ছায়া, আমাতে তোমারই মায়া
বুঝলোনা এই মন বেহায়া, জীবনে আর একটিবার
মিছে এসব আমি আমি, সকলই যে কেবল তুমি
এই অনন্ত আকাশ ভূমি জুড়ে আছো দুনিয়ার ।।
জালাল তোরে সকল দিয়া, গিয়াছে আজ হারাইয়া
কয়েকটা দিন কাটাইয়া, করে নিও সাগর পার
আর না আনিও হেথা, পেয়ে গেলাম বড় ব্যাথা
ভক্ত চিত্তে নোয়াই মাথা, ঘুচাইয়া দেও অন্ধকার ।।