মরণ যেদিন আসবে আমার, উঠবো গিয়া আসমানে
জীবনহারা দেহখানি মিলিবে ঐ মাটির সনে ।।
কয়েক দিনের জন্য কেবল, এ দুনিয়ায় থাকতে এসে
লাভ হলো যে কষ্ট পাওয়া, পরকে শুধু ভালবেসে
ছেড়ে যেতে হবে এখন, অনুতাপের তীব্র দহন
ডাকিয়া আনতেছে শমন, নিশিদিন তাই ভাসছে মনে ।।
মন্দির কি মসজিদে যাই, প্রভেদ তাতে কিছু নাই
ভক্তজনের উপাসনা চলছে দেখি দিনে রাতে
যতই পড়ে কাঁদুক না, কালে কারেও ছাড়বে না
জন্ম দিলেই হয় বন্দনা, মৃত্যুর সাথে একখানে ।।
মিথ্যা যখন এই পৃথিবী, তবে হেথা কীসের ভয়
দূর করে নেও ভাবনা যত, কোনোকিছুই সত্য নয়
খুদি থাকলেই আছে খোদা, একদম নাহি রবে জুদা
জালাল বলে ভবক্ষুধা, মিটবেনা আর এ জীবনে ।।