আমাকে আর দোষ দিওনা, তুমি যে সব কর্ম কারণ
উচিত বিচার করতে গেলে, অপরাধী তুই নিরঞ্জন ।।
আমি নহি কাজের কাজী, তোমারই সব ভোজের বাজি
পুতুল খেলার পুতুল সাজি, নাচাও নাচি যেমনি তেমন ।।
যখন শুধু একা ছিলে, কী জানি তুই মনে করলে
কেন আমায় পাঠাইলে, নিজেই সব জানো বিবরণ ।।
আমি তোমার নামে নামী, থেকে সদা অন্তর্যামী
বেধে ধরে দেও আসামী, পাঁচ আইনের পুলিশ যেমন ।।
তোমারই ইচ্ছামতে, কখন চলে যাই কুপথে
সারথি হয়েছো বলে, বেধে রাখতে হয় কতক্ষণ ।।
তোমার কাছে ক্ষমা চাইতে, কে বলে আমাকে যাইতে
জালাল উদ্দিন এ জগতে করেছে আত্মসমর্পণ ।।