জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৪৫

হাইকোর্টে এক সত্বের মামলা শুরু হইলো কোনকালে
আসামী তার সকল বেটা, ওঠে নামে দলে দলে ।।
জজ বাহাদূর নথি লইয়া, পেশকারকে আদেশ দিয়া
বাদীকে নেয় ডাকাইয়া, সব কথা সে কয় খুলে
বিবাদী এজলাসে ওঠে, ডাকরা তখন যায়গে হটে
উকিল সাহেব রয় নিকটে, সব কথা বুঝাইয়া বলে ।।
মূল নথিতে যে বর্ণনা, তাই নিয়ে হয় গবেষণা
করে কত টালবাহানা, ঘন ঘন তারিখ ফেলে
মধ্যস্বত্ব জমিদারী, কেউ হয়না সেই অধিকারী
কুর্ফা না হয় জোতদারী, চুক্তি চাষের মুক্তি মেলে ।।
সাক্ষীগণের সাক্ষ্যতায়, হাকিম যখন জানতে পায়
ভূমি তাহার পৈতৃক স্বত্ব, তখন সবায় ডেকে বলে
যাও তোমরা যার তার মতে, চল গিয়া নিজের পথে
চাষ করে খাও আপন ক্ষেতে, যা আছে যার দখলে ।।