জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০৮

জগতের ভাব দেখিয়া মরি
আয়না ধরে সিঁথি কেটে, নানা রঙ্গের পোশাক পরি ।।
আজ যাহারা বেগার খাটে, কাল বসে গিয়া তখতো পাটে
দালান কোঠা মন্দির মঠে, সাজায় সোনার পুরী
হেঁটে যাইতে পাও চলেনা, কিনে মটর গাড়ি
রায় বাহাদূর, দেওয়ান ঠাকুর, মুখে বলে ডাক ছাড়ি ।।
আল্লা নবীর কসম খাইয়া, অন্তরে বেঈমানী লইয়া
এর মাথা ওর ঘাড়ে দিয়া, করে শক্ত চুরি
মালা তিলক বেশ ভুষণায়, ধার্মিক বুঝায় ভারী
কিছুদিন তার কাছে থাকলে তাজ্জব লাগে কর্ম হেরি ।।
ঘোড়া বাইয়া খাইতো যারা, গদিওয়ালা হইছে তারা
দালান কোঠা পড়ছে পড়া, গেছে জমিদারী
রাজা প্রজায় চিহ্ন নাহি, সমানে জাঁক মারি
আঙ্গুল ফুলিয়া হয় কলাগাছ, দাড়ি রেখে মাতব্বরী
করে কতই আমিরানা, আঙ্গুর কিসমিস আর বেদানা
খাইয়া সব ইংরেজী খানা, মস্ত মানুষ ভারী
দেমাগ ভরা অন্তরেতে জানায় বাহাদূরী
জালাল বলে কয়দিন গেলে, এর বংশে খায় ভিক্ষা করি ।।