উদাসী পরাণে, প্রেমেরই গানে, কাটাইলাম এ জীবন
থাকলে কিন্তু খুবই উচিত, দিতে এইবার দরশন ।।
নাই নাহি বলছে যারা, বেচে ভবে আছেই তারা
কোন স্বার্থে মুই জন্মভরা করতেছি তোর গুণকীর্তন
সত্যই যদি থাকো তুমি, দেখা দেওহে, দেখি আমি
তা না হইলে এই পাগলামি, রইবেনা আর বেশীক্ষণ ।।
যে আকার হয় বিশ্বজুড়ি, সেই আকারে চিনতে নারি
আমারই আকৃতি ধরি, শান্ত করো আমার মন
বেহেশতের হাসিখুশী, কখন ভালো নাহি বাসি
জালাল তোরই প্রেম পিয়াসী, না মিটায়ে দিসনে শমন ।।