উপাসনা করলে তোমার স্বর্গ যদি ভাগ্যে ঘটে
সে কি হবে দয়া তোমার ? মজুরীর ঐ পাওনা বটে ।।
তোমার এসব দয়াল নামের মাহাত্ম্য কি বলো ভাই
বৃথা এমন গুণের ছিফত, কেন আমি কইতে যাই
কাজ করিলেই বেতন পাবো, হিসাব টেনে বুঝে নিবো
না দিলে না ছেড়ে দিবো, কিছুতেই না যাবো হটে ।।
মসজিদ কিংবা গোরস্তানে, দেখছি কত মুসলমানে
হাজারী সব মালা টানে, যাইতে দেয়না কেউ নিকটে
ঢাক ঢোলক আর সানাই লয়ে, অহোরাত্রে কীর্তণ গেয়ে
যাগ যজ্ঞেরই ধ্যানে বয়ে, আছে হিন্দু মন্দির মাঠে ।।
মন্ত্রপূতঃ দৈব শক্তির তীব্র কঠোর তেজ লইয়া
ভবার্ণবে সাধন সিদ্ধি, কত জনেই গেলো করিয়া
তারাও যেমনি ভাবে মরে, ঘোর পাপীও এ সংসারে
চলে গেছে তেমনি করে, কম-বেশ কিছু পায়নি মোটে ।।
মূর্খ মনে দন্দ দ্বিধা, অবিশ্বাসের ছায়া তলে
ভাবতে গিয়া সমুজ নিয়া, জীবন আমার গেলো চলে
স্বার্থ পাইনা রতি মাসা, হয়না যে আর পথ খোলাসা
জালালের মনে আশা, রয়ে গেলো এই ভবের হাটে ।।