জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩৮

মানুষ মরে বিশ্ব ছেড়ে যাবে সে কোথায়
শুধু দৃশ্যান্তরে গেলে সবাই, করে যে হায় হায় ।।
যাদের দেখিনা চোখে, আছে তারা ভিন্নলোকে
স্বপনের দ্বীপালোকে, কখন কখন দেখা যায় ।।
বিশ্ব ভাণ্ডের নাই যে সীমা, বুঝতে নারি তার মহিমা
অনন্তের অশান্ত কোলে, কিছুই না হারায় ।।
সময়ের এই অন্ধকারে, ঘুরছে সবই বৃত্তাকারে
মিছেই জালাল ধাধায় পড়ে, কটা দিন কাটায়ে যায় ।।