প্রেমিকের ভঙ্গিতে যায় চিনা
দেখিতে সরল মতি, উর্দ্ধগতি, বরণ কাঞ্চা সোনা ।।
মন তাহার ঘুমের ঘোরে, নয়নে রূপ নেহার করে
প্রেম পুরীতে ধরা পড়ে, আত্মসুখ বোঝেনা
সরল হয়ে সহজ মন্ত্র, শিখিলো যে জনা
কাম সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আটেনা ।।
লোকে কয় কর্ণে শুনি, চণ্ডীদাস আর রজকিনী
তারা প্রেমের শিরোমণি, এমন হয় কয়জনা
মৃত দেহে জীবন পাইলো, জগতে ঘোষণা
রসিকের প্রেম মার্কা মারা, মরে গেলেও দম ছোটেনা ।।
প্রেম পরীক্ষা দুগ্ধ জলে, এক যোগেতে মিশাইলে
রাজহংসে তারে পেলে করে এই ঘটনা
চুম্বক দিয়ে দুগ্ধ খাবে, জল তো খাবে না
এমন প্রেমিক ভবে যারা, চৌরাশিতে আর আসে না ।।