জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪২

গাছতলাতে কব্বর হবে, শোন তোরে কই অবুঝ মন
যে গাছেতে খেলা করে, কাটাইলেরে এই জীবন ।।
গাছের নামটি আলোক লতা, উপরে শিকড় নীচে পাতা
ফুল ধরে চার রঙ্গে গাথা, ফলে মধু আস্বাদন
মা হলো সেই গাছের মূল, ডালে আল্লা, ফুলে রাছুল
পাতায় পাতায় শানে নজুল, তুমি আমি যত জন ।।
প্রাণ বিহঙ্গে বাসা করে, মাছ ধরে খায় রুপ সাগরে
কখন উড়ে কখন পড়ে, জাতের সঙ্গে আলাপন
মিশিলে আকাশের গায়, হু হু শব্দ শোনা যায়
চাইলে পরে ছুটে পলায়, ধরা নাহি দেয় কখন ।।
পাখি পরম সুখে আছে, নিজের খবর নিজের কাছে
পিঞ্জর চলে পাছে পাছে, বিপাকে তার হয় মরণ
তুমি তোমার হয়ে রবে, গাছতলাতে দেখা হবে
জালালে কয় মিছা ভবে, আসা যাওয়া কি বিড়ম্বন ।।