জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭২

শ্যামকে ভালবাসি গো সখি শ্যামকে ভালবাসি
শ্যামের লাগিয়ে পথে পড়িয়ে, কান্দে দিবানিশি গো সখি ।।
শ্যাম হেন ধন যে করে যতন, তাহারি কাছেতেই বসি
শ্যামকে যদি পাই আপনি হারাই, কত কাঁদি আর কত বা হাসি ।।
শরম ভরম ধরম করম, জাতি কুলমান সকলই নাশি
জীবন যৌবন, দিয়ে প্রাণমন, সেই চরনেই হইয়াছি দাসী
শাশুড়ী ননদি, নাগিনী বাঘিনী, বাদিনীর ঘরেতে থাকি
কার কাছে না বসি, পাড়ার পড়শি, সকলের কাছে হইয়াছি দোষী ।।
লোকের নিন্দন অঙ্গের ভূষণ, অগুরু চন্দন সাগরে ভাসি
বাদীর মুখে ছাই, যেখানে সেখানে যাই, গলে বান্ধা প্রেমের ফাঁসি ।।