প্রেমময় প্রভু তুমি, তোমার মত প্রেমিক নাই
অনাদি অনন্ত পীরিত, অন্তরে সেই মহিমা গাই ।।
আপনি আপন প্রেমের বলে, হাওয়া মাটি আগুন জ্বলে
মিশে এক যোগ হয়ে গেলে, বিশ্বজোড়া তোমার ঠাই ।।
চিরন্তন অদৃশ্য হয়ে, জাগরণে মন রাখিয়ে
নিজের মায়া বিকাশিয়ে জীবে জীবন দিছো তাই ।।
তব প্রেমের দোল তরঙ্গে, নাচি নাচি কীট পতঙ্গে
অফুরন্ত রঙ্গে ঢঙ্গে, চলাফেরা দেখতে পাই ।।
জীব সমষ্টি কেবল তুমি, মিথ্যা কথা আমি আমি
বিয়োগ দিলে অন্তর্যামী, অবশিষ্ট থাকে নাই ।।
তব প্রেমের ভাব বুঝিতে, মানুষ করলে পৃথিবীতে
পারিলাম না দিন থাকিতে, ভাবলে আপন হারিয়ে যাই ।।
জ্ঞান বুদ্ধির অন্তস্থলে, শূণ্য পাতাল ভূমণ্ডলে
ফুল্ল ফুলে নদীর জলে, ঢেউ তুলেছো আলেক সাঁই ।।
জালাল উদ্দিন চান সুরুজে, গ্রহ তারায় খুজে খুজে
ধ্যানে পেলো চক্ষু বুজে, দ্বীপ দরিয়ায় খেলছে লাই ।।