জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৯২

মুকরম আবেদ শয়তান হলো, আদমকে না সেজদা করে
এই অহংকার কোন শয়তানে ঢুকাইয়া দেয় তার অন্তরে ?
আদম দেহে খোদা গিয়া, সেজদা করার হুকুম দিয়া
আজো আছে লুকাইয়া, ভুলছো এবার কোন বিচারে ।।
তন্ত্র মন্ত্র মুখের কথা, ভক্তি হয় হৃদয়ে গাঁথা
দিল ঈমানে নোয়াও মাথা, ভাব-ভক্তি অনুরাগ ভরে ।।
লম্বা লম্বা কালাম কইয়া, আছো মনের শান্তি লইয়া
ফেরেশতায় যে সেজদা দিলো, কোনো কালাম নাকি পড়ে ।।
আদম খোদা, খোদাই আদম, নয় জুদা দুই একটি দম
শরীয়তে ঘটাইলো ভ্রম, নিষেধ দিয়া এক্কেবারে ।।