জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১২৫

বলি ছাড়া কালীপূজা করবে যদি আয়
মূল দেবতায় কয়না কথা, মানুষে পেট ভরে খায় ।।
হৃদ মন্দিরের খোল দুয়ার, দেখতে পাবে দশ অবতার
উত্তর দিবে কথায় তোমার, শুনতে যাহা অভিপ্রায়
ত্রিশ কোটি দেবগণে, বসে আছেন যোগাসনে
থাকলে ভক্তি প্রাণমনে, তুষ্ট হবে এক সেবায় ।।
বীজমন্ত্রে স্নান করিয়ে, বিশ্বাস চন্দন দিয়ে
জ্ঞান খড়গ হাতে নিয়ে, ধ্যান রাখো শ্রীগুরুর পায়
ছয় রিপু থাকিবে খাড়া, ভজনবাদী সবায় যারা
আঘাত করলে মুণ্ডুহারা, হয়ে যাবে অবহেলায় ।।
লোক সমাজে ফাঁকি দিয়া, হৃদয় আসন সাজাইয়া
ঘরের মানুষ ঘরে নিয়া, পুষ্প ঢালো সেই প্রতিমায়
পণ্ডিত ছেড়ে সাধুর কাছে, জেনে লও সন্ধান আছে
এসব পূজা যার হয়েছে, শমনকে কলা দেখায় ।।
পাঁচজন এলো পুরোহিত, জালালের নিমন্ত্রিত
একটি মেষ দেওয়ার বিহিত, করি আমি কী উপায়
দুইটি ব্রাহ্মণ হুশ বেহুশে, ধরে টানে অণ্ডকোষে
নিতে না কেউ চায় আপোষে, হইলোনা পূজা দুটানায় ।।