শুইন্যা যারে ভাটিয়াল গাঙ্গের পানি
একটু টিকে শুইন্যা যাও, আমারও দুঃখের কাহিনী ।।
ঐ না ঘাটে বইয়ারে কান্দি, দিবস রজণী
পূর্বের বাতাস তুইল্যাছে ঢেউ, আমি বইয়া গুণি রে ।।
তোমার না বুকরে বাইয়া, কত নাইয়ার আনিগুনি
আমার বন্ধু আসবে কবে, বাইয়া উজান পানি রে ।।
তোমার সুতে ধুইয়ারে নিলো তাজা মোর জোয়ানি
আর কি সে দিন আসবে ফিরে, চাদমুখে রৌশনি রে ।।
গাঙের পাড়ে বগুলায় ওড়ে, তেমনি ওড়ে প্রাণি
জলে ডুবলেও হয়না শীতল অঙ্গের জ্বলুনি রে ।।
বিদেশের বিপাকে ঠেকছি জন্ম বিরহিনী
জালালে কয় থাকতেই হবে, যব তক জিন্দেগানী রে ।।