জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩৯

তোমায় বলছি অদ্বিতীয়, অখণ্ড অসীম সাঁই
মোর দ্বিতীয় আছে কিনা, তোর কাছে এর বিচার চাই ।।
তুমি একা আমিও একা, দুজনাতে পথের দেখা
এক ঘরে আর যায়না থাকা, সময় হলেই চলে যাই
জানি তোমার বসতবাড়ি, আমার ঘরেই তোর কাচারি
ঘুরে ফিরে বাড়ি বাড়ি, করছো শুধু নামের বড়াই ।।
মিছামিছি নামটি তোমার, আমি যে কেবলই আমার
আমারই সব ভাব ব্যাবহার, তোমার বলতে কিছু নাই
নামকা ওয়াস্তে তোমায় ডাকি, আসলেতে মিথ্যা ফাঁকি
দুনিয়াজোড়া ডাকাডাকি, ভুলে তোর মাহাত্ম্য গাই ।।
রুপ গুণ আর ভাবরসে, দুনিয়াতে কোনজন এসে
সম হালে রইলো বসে, এইবার তুমি বলো তাই
তুমি মস্ত বিচারক, বিচার করতে জানো হক
শুরু হইতে আজ ইস্তক, তোমার ভুল কেন দেখতে পাই ?