পথের মাঝে সত্যই বটে, এটা একটা আরামের ঘর
হেথা এসে খানিক বসে, নিলাম একটু অবসর ।।
যার যেখানে যেতে হবে, ফিরাইতে না কেউ পারিবে
মানুষ গরু সাগর মরু, পার হয়ে যায় বরাবর
ঘুরে ফিরে আসে আবার কর্মফলের পুরস্কার
নিতে হবে যাহার তাহার, জন্ম হইতে জন্মান্তর ।।
অন্ধ আতুর কেন হলো, ঠিক করে সেই কথা বলো
তা নাহলে কর্মফলটা সত্য বলেই এঁটে ধর
পাপ করিলেই সাজা ভুগে, দুঃখ কষ্ট নানা রোগে
আসতে হয় তাই যোগ বিয়োগে, দুনিয়াতে চিরন্তর ।।
কষ্ট করে সারা দিনরাত, পেট ভরে যে পায়না ভাত
কি দুশমনি বলো শুনি, আল্লার সাথে ছিলো ওর ?
আত্মা সবেই শুদ্ধ হাওয়া, সুখ দুঃখেতে আসা যাওয়া
জালালে কয় বদলা পাওয়া যাইতেছে তাই নিরন্তর ।।