জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯

আসল নামটি কি হয় তোমার, জানতে আমি জিজ্ঞাস করি
এক বিনে যার দুই মিলেনা, সেই শব্দ কই বিশ্বজুড়ি ।।
ফলে কিন্তু নাম নাই তোমার, ডাকছে মানুষ নানা প্রকার
তবে তুমি কেটা আবার, মিথ্যা নামের ছড়াছড়ি ।।
নিশ্বাস করে চলাচল, নষ্ট করে আয়ুর বল
নিরক্ষর ধ্বনি কেবল, সে কি নামের পড়াপড়ি ?
আমাতে তোর কি অধিকার, আমি যে কেবলই আমার
এভাব সেভাব স্বভাব আমার, স্বভাবেরই মরামরি ।।
আমি গেলেই গেলো সকল, জালাল কয় মোর নামটি কেবল
থাকবে বাকী তুই রসাতল, ছুটবে যেদিন ধরাধরি ।।