একূল সেকূল জাহিরে বাতিনের ফুল
রসুল পারের কাণ্ডারি, একূল সেকূল ।।
মানব জগতে তিনি পরশ রতন
ফকির সাধু ওলিগণের সাধনের ধন
চাইলে তাহার রাঙা চরণ, হইতে হয় প্রেম ভিখারি ।।
কোরায়েশি বংশে এসে দেখা দিয়ে যায়
মক্কাতে জনম নিয়া মরণ মদীনায়
দেখবে বলে স্বপ্ন আশায়, আছে কত পুরুষ নারী ।।
উম্মতেরে দিবে দেখা, হাশরের ময়দান
কোরাণেতে আছে শুনি, এই মত প্রমাণ
চোখের জলে প্রাণের টান, সার করে নে মন বেপারী ।।
চারি যুগে চতুরঙ্গে দুনিয়ায় প্রচার
আওয়াল আখের জাহের বাতেন, সাকার নিরাকার
সে রহস্য বুঝিতে ভার, জালাল উদ্দীন কয় বিচারি ।।