কেমন করে বাস করিবো, সুখ পাইবো
এমন একটা ভাঙা ঘরে ।।
আমি বা কে, তুমি বা কে, কোথা থেকে
চোর পাঠাইলে অন্ধকারে
আমায় তুমি কোলে লইয়া আছো বইয়া
আমার কোলেই জনম ভরে ।
কই লুকাইয়া রও বা তুমি জগৎ স্বামী
অন্তর্যামী কই তোমারে
থেকে হেথা লাভ কিছু নাই, যা ইচ্ছা তাই
হচ্ছে তোমার অগোচরে ।।
কৃমি কীটে চৌদিক ঘেরা, ছানি বেড়া
নাই তাহাতে একটু করে
এমন ঘরে কি করে হায়, আর থাকা যায়
চলে যাবো দেশান্তরে ।।
জালাল এই যে ঘরে এসে ভুল করেছে
আসবোনা আর গেলে ছেড়ে
এমন অবাক খেলায় সাগর বেলায়
মালামাল সব নেয় যে চোরে ।।