জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪৩

বউ কথা কও ডাকছে পাখি ঐ গাছের আগায়
বৌ যে তোমার চুলার পাড়ে ঘোমটা টেনে যায় ।।
সে যে পূর্ণমাসীর চান, উজ্জল আসমান
হাতের কঙ্কন বেজে উঠলেই চমকে ওঠে প্রাণ
হুরপরী আজ বেহেশতের হাটে তোমার দরজায় ।।
আছেরে বৌ চারি জাতি, পদ্মিনীর পদে মতি
জাতের সনে যোগ হইলে মধুর পিরিতী
চন্দ্রমুখীর মুচকি হাসি, ভাবীর ঘরে ভাব জাগায় ।।
রং বাজারের সোহাগিনী, ভুবনহরা মনমোহিনী
তরুণী বালিকার মণি, সাধুজনে তুলে তায়
পড়ে থাকে রাত্র দিনে, এই বৌয়ের চরণ সেবায় ।।
ক্ষীরদ সাগরের তটে, রোহিণী এক চন্দ্র ওঠে
আকাশ কূলে নূতন ফুলে, ঘোরে ভোমরায়
এই ফুলেরই মধু খাইয়া, মরলেও তাজা দুনিয়ায় ।।
জলের নীচে মানুষ একজন, দেখিতে রক্তবরণ
সুধার হাড়ি হাতে নিয়ে করে যায় নিমন্ত্রণ
জালাল উদ্দির গৃহ শূণ্য, এই নিমন্ত্রণ কেমনে খায় ?