বেহেশতো আরশের উপর, শুনছি অনেক দূরেতে
কবে কেমনে যাবো হেথায়, ভেবে পাইনা জগতে ।।
আকাশ ঐযে মাথার উপর, গ্রহ তারায় কয় কথা
নজর পড়ে এক কিনারায়, ঈদের শশী ওঠে যথা
কিন্তু এর পিছনে কত, আছে আরো শতে শত
গুণ গরিমায় মাথা নত, ঘেরাও আল্লার নূরেতে ।।
নির্জনেতে যদি ঋষি ছাড়ে মর্মভেদী শ্বাস
অনন্তেরই ধ্যানে মগ্ন, থাকে দীর্ঘ উপবাস
মনের ভিতর পায় যদি কেউ, আকাঙ্খিত সুখের ঢেউ
স্বর্গের বাঁশি সুক্ষ্ম সুরে, বাজে নানান সুরেতে ।।
সেই রাগিণী শুনে সাধু হয়ে থাকে আত্মহারা
জানেনা কেউ পৃথিবীতে, কী যে শব্দ শুনলো তারা
বাহির থেকে বলছে পাগল, নষ্ট করে দিয়েছে সকল
জলাল কয় তোর রাজ্য দখল, করগে হৃদয়পুরেতে ।।