জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭৮

আরশিতে যা দেখবে তুমি, পাবে তারে সাধনায়
পরকে সাধন করলে পরে, পাবেরে সেই আপনায় ।।
দেহ নৌকায় তিনটি গুণ টানিতেছে তিন জনায়
পাছায় বসা মানুষ একজন, হালের বৈঠা সেই ঘুরায় ।।
বাহিরেতে লিঙ্গ নাভি, মধ্যে উদয় শশী রবি
চন্দ্র সূর্য একই হবি, যাবি যখন উপর তলায় ।।
উর্ধ্ব দিকে টানে যারা, সহজেতে পায় তারা
মন তো পবনের ঘোড়া, প্যাচ লেগেছে আউলা সূতায় ।।
চেতন মাইনষের হয়ে চেলা, শিক্ষা কর দমের খেলা
পঞ্চমে বাজাও বেহালা, দিবানিশি সপ্তম খানায় ।।