মন্ত্র পড়ে চাইনা আমি বিধি তোমার স্বর্গে যেতে
শাস্ত্রে ইতি দিয়ে নিলাম, বিচার নিয়া দুনিয়াতে ।।
যথায় নরক তথায় দোজখ, হরি আল্লাহ এক বিচারক
মিছে কেবল ঠেলাঠেলি, সাম্য ভাবের গম্য পথে ।।
মন যদি হয় মনের মতো, থাকবো সুখে অবিরত
বিশ্বে তোমার ইচ্ছামতো জাগতে পারো আপনা হতে ।।
নাহি অন্ত নাহি আদি, পঞ্চভূতেই বিলীন বিধি
সেই কারণে আজ অবধি দেখা হয়নি কারো সাথে ।।
ঠিকের বস্তু একই রয়, ভাবে শুধু হয় বিপর্যয়
জালাল উদ্দীন বলে নিশ্চয় চাষ করিবো নিজের ক্ষেতে ।।