জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬২৫

মনের মানুষ পাইনা যে আর, পথ পরিস্কার
হইলোনা মোর মনের মাঝে ।।
সেই দেশে নাই আঁধার রাতি, চাঁদের বাতি
মন চলে যায় শুদ্ধ কাজে
নাই কাহারও দুঃখ অভাব, মধুর স্বভাব
সবার ঘরেই সুখ বিরাজে ।।
ধরম করম নাই সেখানে, মানষের প্রাণে
দেয়না দুঃখ লোক সমাজে
সত্য পথে সবাই থাকে, কেউ কাহাকে
কয়না কথা ভয়ে লাজে ।।
সকল প্রানের একতারাতে দিনে রাতে
একের কথাই কেবল বাজে
গুরুর পদধূলি দিয়া, মলিন হিয়া
সবেই সেথায় ঘষে মাজে ।।
পেতে মনের মণিপুরে, ব্যাকুল সুরে
ডাকলি কতই জীবন সাঝে
জলালে কয় খুজিস যারে, পাইবে নারে
তিলক ফোঁটা জপ নামাজে ।।