শ্রদ্ধা ভক্তি অনুরাগে, গুরুর কাছে শিখতে যাও মন
নাম নিয়া তুই শুদ্ধ হইয়া হৃদয়মাঝে দেও তার আসন ।।
হৃদয় বৃন্দাবন তোমারই হইবে ব্রজপুরী
নিত্য লীলা প্রেমের খেলা, কৃষ্ণ রাই কিশোরী
ধ্যান রাখিয়া দিন শর্বরী, নাম নিয়া কর গুণকীর্তন ।।
মন যদি তোর সুজন হইতো, রইতো আপন ঘরে
জ্ঞানের বাতি জ্বলে উঠতো ঘোর অন্ধকারে
সকল কর্ম নিতে সেরে, হয়ে যাইতো বাঞ্ছা পূরণ ।।
কেমন ভাবে কোন কোঠাতে কি কি বস্তু আছে
দেখে শুনে সমুজ লওগা, প্রাণী যতদিন বাঁচে
প্রাণ হরিতে পাছে পাছে, ঘুরতেছে ঐ কাল শমন ।।
ঘরে গিয়া দেখলো যারা, নিজের মূর্তি চমৎকার
কাগজ ফেলে স্বাধীন হইলো, বাধন মুক্ত তার
জালালের গেলোনা আঁধার, পাইলোনা তার নিজ দরশন ।।