পাগল করিলে রে বন্ধু পাগল করিলে
দিয়ে মুখের হাসি আগে ভালবাসি, যত দোষী আমায় বানাইলে ।।
আগে নাহি জানি হবো কাঙালিনী, অনাথিনী করে যাবে ফেলে
কথায় না ভুলিতাম, সুখে থাকিতাম, জীবন যৌবন দিতামনা ঢেলে ।।
শুনিয়ে বাঁশরী ছেড়ে ঘরবাড়ি, ভিখারী সাজিতে ছিলো কপালে
কার কাছে যাবো, দুঃখ জানাবো, কত যে আগুন হৃদয়ে জ্বলে ।।
মনে হলে চান্দমুখ ফেটে যায় বুক, সুখেতে অসুখ তুমিই করিলে
জালাল উদ্দিন কয়, যদি মনে লয়, দেখিয়ে যেয়ো মরণকালে ।।