আমার কথা মনে নাইগ্যা, ভুলিয়া গিয়াছো নাকি
সোনা বন্ধুরে, আর আমায় দিয়োনা ফাঁকি ।।
ঘুম ভাঙিলো যে স্বপনে
শয়নে নয়নে রুপ হৃদয়ে রাখি
আশার আশে দিন ফুরাইলো, দূরের পথে চাইয়ারে থাকি ।।
কূল গেলো, কলঙ্ক রইলো
কত মন্দ লোকে কইলো, আর কত বাকী ?
পন্থে চাইয়া, কাইন্দা কাইন্দা ঘোর হইয়াছে দুই আঁখি ।।
রাত্রি পোহাই একাকিনী
শিয়র ভিজে চোক্ষের পানি, মরণ বাকি
আর কত সয়, ও দয়াময়, কোন ভরসায় তোরে ডাকি ।।
সোনা বন্ধুরে, আর আমায় দিয়োনা ফাঁকি ।।