জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০৬

মন তুই পাইলেনা আর তারে
আশার আশে দিন গিয়াছে, বাঞ্ছা পূর্ণ হইলোনা রে ।।
হাওয়াতে লাগাইয়া ডুরি, উড়াইছে রঙ্গিলা ঘুড়ি
বসিয়া আনন্দপুরী টানাটানি করে
সংকেতে নাম লেখা তাহার, আছে দুই অক্ষরে
বাতাসেতে উড়ে পড়ে, দেখনা বরজক পাহাড়ে ।।
নয় দরজা করে বন্ধ, সব গিয়া গোয়ালন্দ
চিত্তরঞ্জন প্রেমানন্দ দমের ঘোড়ায় চড়ে
নাগাল পাইলে মনের বলে, বান্ধো শক্ত ডোরে
না দেও কষ্ট, রাখো তুষ্ট, আটকাইয়া তোর অন্তঃপুরে ।।
থাকতে পারলে শান্তিপুরে, সহজে মিলবে তারে
দুঃখ দৈন্য যাবে দূরে, একটি বছর পরে
তিনশত ষাইট দিনে বৎসর, হিসাব ধরে
আছে একদিন খুব শুভদিন, নিজে এসে দেখা করে ।।
শরীয়তে নাই কোনো আশা, করিলে মুর্শীদ ভরসা
মারিফত পাবি দিশা, যাবে সকল সেরে
তরিকতে থাকতে পারলে স্বভাব শুদ্ধ করে
হকিকতে হক নাম ধর, বলছে জালাল বিনয় ভরে ।।