জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭৮

ভাঙা পীরিত লইতোনা আর জোড়া গো বেদনি সই
পীরিতের অনল হিয়ায় ভরা ।।
সখিরে, নূতন ফুলের কলি যখন ছিলো গন্ধে ভরা
গুনগুনিয়ে আইতো ভোমর, উড়িয়া উড়িয়া গো বেদনি সই ।।
সখিরে, মাটির কলস ভাঙিলে আর থাকেনা আদর
কোন দেশে রইয়াছে বন্ধু, জানিনা খবর গো বেদনি সই ।।
সখিরে, ভাবতাম আমি মনে মনে, সে নয় আমার ছাড়া
অন্যের মন জুগাইয়া ফিরে, প্রেমের কি এই ধারা গো বেদনি সই ।।
সখিরে, প্রথম পীরিতে সন্ধ্যায়, পাইতাম পন্থে খাড়া
সারানিশি কাঁদলে এখন নাহি শব্দ সাড়া গো বেদনি সই ।।
সখিরে, জাম পাকিছে মেঘ বাদলে, রৌদ্রে পাকে আম
জালাল কয় তার মন পাকলোনা, জীবন খোয়াইলাম গো বেদনি সই ।।