জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩৯

আছে কি নাই কেমনে জানি, করছি শুধু অনুমান
না দেখিয়া না শুনিয়া, গাইতেছি তার গুণগান ।।
গড খোদা হরি আল্লার, নাম হয়েছে শত হাজার
অন্তঃপুরে শুনছি আবার, জীবের ঘটেই লইছে স্থান
কেমন করে সম্ভব হয়, যার হাতে সব সৃষ্টি প্রলয়
একটু ঘরে কেমনে রয়, ধরেনা সেই বুদ্ধি জ্ঞান ।।
কই রইলো সে লুকি দিয়া, কেউ পাইলোনা খুজতে গিয়া
মনে মনে ভয় পাইয়া, করতেছি তার অনুসন্ধান
সহায় সম্পদ করে ত্যাগ, নামাজ তন্ত্র যজ্ঞ যাগ
আঁধার ঘরে বাঘ, সকল ঘরেই বাঘ, ভয়েতে রই কম্পমান ।।
থাকলে আছে বড় হইয়া, পৃথিবীটা হাতে লইয়া
বায়ুমণ্ডল সব জুড়িয়া, ব্যাপ্ত রয় জমি আসমান
সর্বত্র রইয়াছে পড়ে, সবাই আছে তার ভিতরে
থাকলে বাঁচে, গেলে মরে, সেই হলে মোর জালালী প্রাণ ।।