জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৭৬

খাচার ভিতর কাকের ছানা, খাওয়াইতেছি ঘৃত চিনি
মন বেড়ীতে ধরে নিয়া, সামনে দিলাম দানা পানি ।।
আট কুঠুরী নয় দরজা, ঝাঝরা কাটা, দেখতে মজা
উপরেতে রাখছে সোজা, কিন্তু আটটা সূতা টানি ।।
পাঁচ মসল্লায় খাচা তৈয়ার, তিন গুণে রচনা তাহার
জোড়া তালি কি চমৎকার, চামড়া দিয়া দিলো ছানি ।।
কাঁচা বাঁশে তৈরী করে, জুত দড়ি লাগাইয়া পরে
থাকতে দিলো তার ভিতরে, আঁধার কোঠায় কাল মণি
কাকে কেবল কা কা করে, ঘরে বাইরে ঘুইরে মরে
জালাল কেমনে রাখবে তারে, ভাবিছে তাই দিন রজণী ।।