ও মন, চিনবে তারে কেমন করে
তার সনে তোর ওঠাপড়া, দেখলি না তুই নয়ন ভরে ।।
চিনতে যদি মনে ধরে, নিজ মূর্তি লও ধ্যান করে
যারে চিনবি সে তোর ঘরে, ত্রিবেণীতে নড়েচড়ে ।।
দেখছো নি তার রঙ ছুরত, অবিকল তোমারই মতো
সংসার জুড়ে দেখলে যত, তোর মতো আর দেখছো কারে ।।
তুমি চলো যত দেশে, সেও তো চলে তোমার বেশে
তুই হাসিলে সেও যে হাসে, কাদিলে তার অশ্রু ঝরে ।।
তোর ক্ষুধায় সে খেতে চায়, ঘুমাইলে সে যায় তন্দ্রায়
তোর কানে সে শুনিয়ে যায়, তোর মুখে তার বাক্য সরে ।।
ধান্দাবাজি ধান্দার ঘর, জালাল পাগলার কথা ধর
খোদ খোদা, জেনে ঠিক কর, কেবা জন্মে কেবা মরে ।।