জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৮৬

যে অবধি মনচোরারে হেরিলাম নয়নে
প্রাণ সখিরে, ঘর থুইয়া প্রাণ উইড়া যায় বনে ।।
সখিরে, ঘরে আঁধার, বাইরে আঁধার, থাকে রাত্রদিনে
পূর্ণচন্দ্র সেই অবধি ওঠেনা গগনে ।।
সখিরে, বাজে বাঁশি, কাঁদে কোকিল, বিষ লাগে মোর কানে
সোনা মুখের মিষ্টি কথা, ওঠে মনে মনে ।।
সখিরে, জানতাম যদি ফাঁকি দিয়া, পলাইবে গোপনে
মাথায় বেণী দিয়া বাধতাম, রাঙা দু চরণে ।।
সখিরে, যৌবন আমার মিছেই গেলো, শুধু অকারণে
হাসতে চাইলে কান্না আসে, নিশি আর দিনে ।।