সামনে আমার অকূল পাথার, কেমনে হই পার
সময় গেলো অবহেলে ।।
জীর্ণ তরী ঘাটে বাঁধা, সাদা সিধা
পড়ে আছে কালের ঢালে
আলকাতরা বহনে নাও কেমনে ভাসাও
কালাপানির এই অকূলে ।।
মধ্যে নাহি মাস্তুল ছইয়া, পাল উড়াইয়া
কেমনে যাবি ভাটিয়ালে
জুত দড়ি আর জাঙ্ঘা ছিন্ন, বৈঠা ভিন্ন
হাল ধরবি তুই কি কৌশলে ?
জালালে কয় সময় গেলো, শীঘ্র চলো
শুইয়া বইয়া দিন কাটাইলে
ভিতর বাহির ঠিক করিয়া, যাও চলিয়া
ঘুম ভেঙ্গে তোর আঁখি মেলে ।।