আমি কিন্তু নই সামান্য তোমার জন্য
বাস করে যাই ভাঙ্গা ঘরে ।।
আগে ছিলাম তুমি হইয়া, দেহ লইয়া
পৃথক হইলাম পরস্পরে
না থাকলে এই দেহ ভাণ্ডার, সবেই তোমার
হয়ে থাকবে চিরতরে ।।
হাওয়া মাটি আগুন পানি, সবেই জানি
তোমাতে মিশিবে পরে
থাকবেনা আর আমার চিহ্ন, কায়া ভিন্ন
শাস্তি নিয়া তুই দিবে কারে ।।
তুমি আমি যে এক পদার্থ, নিগূঢ় তত্ব
দেখলো জালাল বিচার করে
তবে কেন তোর আশায় থাকি, ডাকাডাকি
দূর করলাম না জীবন ভরে ।।