জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৬৫

আমি আমার ঘর বেধেছি, তুমি তাতে বসত করো
তোমার আগে আমি এলাম, ঠিক করিয়া হিসাব ধরো ।।
আমার এই যে ইহকালে, ঘরের যত মালামালে
তোমার হাতে জমা রাখলে, চোরের মতো বাঘে ভরো ।।
খোদা তুমি আস্ত চোর, পার হয়ে যাও সমুদ্দুর
আমারে কব্বরে দিয়া, কোন দেশেতে তুমি ঘোরো ?
তোমায় আমি চাইনি কভু, ইচ্ছা করে এলে তবু
এখন আচ্ছামতে হলাম কাবু, আমায় কেন ছলনা করো ?
করলে কতই ভোজের বাজি, আমি যে নাও, তুমি মাঝি
জালালে কয় মন বাবাজি, মৃত্যু এলে তুমিই মরো ।।